
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রোটারী ক্লাব অব ঢাকা সাইনিং।
শনিবার দুপুরে উপজেলার কাচারীপাড়া এলাকায় এই ত্রাণ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আবদুন নাসের বাবুল, রোটারী ক্লাব অব ঢাকা সাইনিং এর প্রেসিডেন্ট রাজ্জাকুল হায়দার রাজু, সেক্রেটারি মোখলেসুর রহমান মুকুল, সাজেদুল হক পলাশ, তাপস আদিত্য, মোশারফ হোসেন, রাসনা শারমিন প্রমুখ। এ সময় তিনশ বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, খাবার স্যালাইন, মাস্ক, সাবান ও বিস্কুট। পরে কেন্দ্রীয় গুরুস্থানে বৃক্ষ রোপণ করেন ক্লাবের নেতৃবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।