বসত ভিটায় যেতে পারছেনা শ্রীবরদীর হাতেম আলী

S M Ashraful Azom
0
বসত ভিটায় যেতে পারছেনা শ্রীবরদীর হাতেম আলী

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: দীর্ঘদিন যাবত বসত ভিটায় যেতে পারছেন না শেরপুরের নকলা উপজেলার চিতলিয়া গ্রামের মৃত আব্দুল শেখ এর ছেলে দিন মজুর হাতেম আলী। প্রতিবেশীরা ভিটেমাটি বেদখল দেয়ায় তিনি এখন বসবাস করছেন শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের হতদরিদ্র শ্বশুর বাড়ির এক কোনায়। রবিবার সরেজমিন গেলে তিনি তুলে ধরেন স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপনের চিত্র।
হাতেম আলীর অভিযোগ, নকলা উপজেলার গণপদ্দি মৌজার চিতলিয়া গ্রামে ১৯৬২ সালের ৮ ডিসেম্বর এক খন্ড জমি ক্রয় করে তার বাবা আব্দুল শেখ। সেখানেই বসবাস করেন তারা। গত ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর তার বাবা আব্দুল শেখ হেবানামা দলিল মূলে হাতেম আলীসহ দুই জনের নামে ওই জমি হস্তান্তর করেন। পরবর্তীতে বিআরএস রেকর্ডে পরিবর্তন হয় খতিয়ান ও দাগ নং। এমনকি হাতেম আলীর নামে রেকর্ড না হয়ে রেকর্ড হয় তার বাবা আব্দুল শেখ এর নামে। তার বাবা আব্দুল শেখ মারা যাওয়ার পর হতদরিদ্র হাতেম আলী কাজের সন্ধানে বিভিন্ন স্থানে গিয়ে থাকেন। পরে শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের মৃত পছা শেখ এর মেয়েকে বিয়ে করেন। সারাদিন কাজ করেন বিভিন্ন স্থানে। স্ত্রী সন্তান নিযে রাত কাটান ওই বাড়িতে। প্রায় দুই বছর আগে তার প্রতিবেশী আব্দুল মালেকসহ ৪ জন ওই জমি বেদখল দেয়। এর পর থেকে বসত ভিটায় যেতে পারছেন না হাতেম আলী। এ কারণে তিনি তাদের দলিল ভূলা বলে অভিযোগ তুলে বাতিলের দাবিতে জেলা সহকারি জজ আদালতে মামলা দায়ের করেছেন। হাতেম আলী বলেন, এ ব্যাপারে কয়েকবার গ্রাম্য শালিস হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। এখন ওদের ভয়ে বাড়িতে যেতে পারছিনা। তবে দখলে থাকা একজন মালচি বেগম বলেন, ওই জমি ক্রয় সূত্রে আমরা মালিক হয়েছি। এখন আমাদের দখলেই আছে।  


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top