
স্টাফ রিপোর্টার: বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য যড়যন্ত্রকারীদের বিচার ও বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মানব বন্ধন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। শুক্রবার সকাল দশটায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাকালব্যাপী মানববন্ধনে অংশ নেন সংগঠনের নেতাকর্মিরা । সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.লীগ নেতা এমএ করিম। অন্যদের মধ্যে সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, শ্যামল কান্তি নাগ, রোকন উদ্দিন পাঠান, রাজিব, আলভী সরকার, সরকার আলম প্রমূখ বক্তব্য রাখেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।