
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৬ আগস্ট) রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার রসুলপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সরাবাড়ী চৌরাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মেম্বার, বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মোঃ রাসেল রানা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ ইমরান হোসেনসহ,বীরমুক্তিযুদ্ধা বৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রমূখ। বক্তারা জানান, গত ১৪ আগষ্ট সকালে সরাবাড়ী এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা উদ্দেশ্যমুলক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে গোবর লাগিয়ে অবমাননা করে । এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে শান্তির দাবি জানান তারা ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।