
সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চুরি করা গরুর ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচটি গরু মারা গিয়েছে। চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বুধবার (১২ আগষ্ট) সকালে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার মো. মুরাদ বলেন, বুধবার ভোরে একটি গরুর ট্রাক অজ্ঞাত স্থান থেকে ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি ত্রিফল (তাবু) দিয়ে ঢাকা ছিল। পরে ট্রাকটি ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া এলাকায় এসে উল্টে খাদে পড়ে যায়।
এ সময় ট্রাকে থাকা পাঁচটি গরু মারা যায়। এছাড়া চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের নম্বর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে গরুগুলো চুরি করা হয়েছিল। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।