সরিষাবাড়ীর দৌলতপুরে প্রজাপতি পার্কের উদ্বোধন

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীর দৌলতপুরে প্রজাপতি পার্কের উদ্বোধন

সেবা ডেস্ক: ‘সানন্দে উড়ল প্রজাপতি প্রকৃতির পাই সুষম গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ীতে প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণে প্রজাপতি পার্কের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করা হয়েছে। ৬ আগস্ট বিকালে উপজেলার দৌলতপুর গ্রামে অধ্যাপক হাসমত আলীর বাড়িতে প্রজাপতি পার্কটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বিশিষ্ট প্রজাপতি বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো মনোয়ার হোসেন।

জানা যায়, প্রকৃতি রক্ষায় প্রজাপতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রকৃতিতে প্রজাপতির ভূমিকা ও এর-সংরক্ষণের গুরুত্ব অনুধাবনে, সচেতনতা ও পরিবেশের উন্নয়নের লক্ষ্যেই মূলত এই প্রজাপতি পার্কটি কাজ করবে। এই পার্কটিতে পাওয়া যাবে অনেক বৈচিত্রের প্রজাপতি, বাহারি ফুল ও প্রজাপতির ডিম পাড়ার জন্য পোষক গাছ। এই পার্কটিতে আছে রঙ্গন, মুসেন্ডা, নয়নতারা, গাঁদা, কসমস, মাধুরীলতা, কামিনী, লেবু, লিচু, কদম, এরিকা পাম, আশশেওড়া, লজ্জাবতী, কলকাসুন্দাসহ ঝুমকো লতা ও আঙগুর লতা’র মতো গুল্ম প্রজাতির অর্ধ শতাধিক গাছ। এই পার্কটি, প্রকৃতি ও প্রজাপতিকে কাছে থেকে দেখার ও জানার প্রাক্কালে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রজাপতি পার্কের উদ্যোক্তা সহকারী অধ্যাপক মো. হাসমত আলী বলেন, প্রজাপতি পরাগায়নে সাহায্যে করে, সবুজ বনভূমিকে টিকিয়ে রাখে এবং পরিবেশ বিপর্যয় রোধে ভূমিকা রাখে। প্রজাপতি টিকে থাকলে, বেশি বেশি পরাগায়নে হবে, পরিবেশ ভালো থাকবে। প্রজাপতি আজ অনেকটাই বিলুপ্তির পথে। এই পার্কে বিভিন্ন ধরনের প্রজাপতি সংরক্ষণ করে তা প্রকৃতির মাঝে উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রজাপতি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো মনোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, সাম্প্রতিক সময়ে মনুষ্য সৃষ্ট সার্বিক পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রজাপতির সংখ্যা ও এর-প্রাকৃতিক বাসস্থান আশংকাজনক কমে যাচ্ছে। একারণে এদের সংরক্ষণ করতে হবে, আর তাই এই পার্কটি এইকল্পে ভূমিকা রাখবে। প্রজাপতি পার্কের উদ্যোক্তা মো. হাসমত আলীকে ধন্যবাদ জানাই। কারণ তার এ কাজ দেখে উদ্বুদ্ধ হবেন অনেকেই, এগিয়ে আসবেন প্রাণ-প্রকৃতিকে সংরক্ষণ করতে, আর একাজটা সফলভাবে করতে পারলেই, আমরা সবাই এর থেকে লাভবান হবো।

অধ্যাপক মনোয়ার আরও বলেন, পরিবেশ সুস্থ রাখার জন্য বনের ১০০ শতাংশ ভূমিতে ১০টি করে প্রজাপতি আবশ্যক, যা আমাদের নেই। ‘প্রজাপতি পার্ক’-এর মাধ্যমে এটি অনেকাংশে পূর্ণ হবে, সেই সাথে পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোদকল্পেও সাহায্য করবে এই ধরনের উদ্যোগ।

প্রজাপতি পার্ক উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. এনামুল হক, প্রজাপতি পার্কের উদ্যোক্তা ও কাজীপুর উপজেলার আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পোগলদিঘা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এন এম মীজানুর রহমান, ঈশরগঞ্জ সরকারী কলেজের লাইব্রেরিয়ান মোখলেছুর রহমান, যমুনা সার কারখানার উপ-প্রধান হিসাব রক্ষক মো. দুলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম খালেদ, পিংনা সুজাত আলী কলেজের প্রভাষক আফরোজা বুলবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top