
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন চারা বীজ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার দপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে চলতি আমন মৌসুমে বন্যা পরবর্তি ট্রেতে উৎপাদিত আমন চারা বীজ রোপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রধান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলী, পাঁচপীর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরুল আমিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরকার, পাঁচপীর বøকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষক মতিয়ার রহমান, সেতু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।