বদলে দেশের টেলিফোন নম্বর

S M Ashraful Azom
0
বদলে দেশের টেলিফোন নম্বর

সেবা ডেস্ক: উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল-এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটে রূপান্তর করা হবে। গতকাল ৪ আগষ্ট মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিসিএল।
 
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বরে রূপান্তর করা হবে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বরে পরিবর্তিত হবে। আর বাংলাদেশের বাইরে থেকে এসব নম্বরে কল করতে হলে ১১ ডিজিটের পূর্বে ৮৮ যোগ করতে হবে। অর্থাৎ বিদেশ থেকে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

সারা দেশকে ৫টি জোনে ভাগ করে এ পরিবর্তন শুরু করবে বিটিসিএল। এতে একই জোনের ভিতরে যে কোনো স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে।

তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকি সব ডিজিট একই থাকবে। পরিবর্তিত নম্বরসমূহের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

প্রাথমিকভাবে গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নম্বরসমূহ ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে একাজ শুরু করবে বিটিসিএল।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top