সমৃদ্ধ কাজিপুর গড়তে আসুন পুলিশ ও জনগণ একসাথে কাজ করি

S M Ashraful Azom
0
সমৃদ্ধ কাজিপুর গড়তে আসুন পুলিশ ও জনগণ একসাথে কাজ করি


স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার কাজিপুর  থানার অফিসার ইন চার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেছেন, “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ” এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দিতে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। আসুন আমরা সমৃদ্ধ কাজিপুর গড়তে পুলিশ ও জনগণ একসাথে কাজ করি। আর একসাথে কাজের এই প্লাটফর্ম আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে নিয়ে যাবে। এলাকা থেকে মাদক, সন্ত্রাস,  জঙ্গীবাদ, ইভটিজিং , ছিনতাই, ডাকাতি দূর করে মানুষকে নির্ভয়ে কাজ করার পথ করে দেই। তবেই দেশ এগিয়ে যাবে ভিশন ২০৪১ এর দিকে।’  
রবিবার সন্ধ্রায় কাজিপুর সদর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে ওসি পিএন সরকার আরও বলেন, ‘স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু পুলিশ বাহিনীকে নিয়ে দেখা স্বপ্ন পূরণ হতে চলছে। আজ বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। 
তিনি আরো বলেন, পূর্বের কমিউনিটি পুলিশিং সেবাও চালু হয়েছে। আজ থেকে কাজিপুর সদর ইউনিয়নে বিট পুলিশিং সেবা চালু হল। এখন এ এলাকার মানুষকে পুলিশি সেবা পেতে কষ্ট করে ছোটোখাটো বিষয়ে থানায় যেতে হবে না। দুইজন পুলিশ অফিসার এবং দুইজন পুলিশ সদস্য প্রতিটি বিটে দায়িত্ব পালন করবেন। এলাকাবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবে। এতে পুলিশ ও জনগনের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওসি তদন্ত আনিছুর রহমান উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু বলেন, ‘ আজ থেকে আমার ইউনিয়নের জনগণ তাদের সেবামূলক প্রয়োজনে পাশে পাবে বিট পুলিশকে। তাদের নিজেদের মধ্যেকার ছোটখাটো বিষয়ে তারা এখানে এসে সমাধান পাবে। আর এলাকার চিহ্নিত খারাপ লোকদের বিষয়ে তারা এই পুলিশের নিকট তথ্য দিতে পারবে।’  
কাজিপুর বিট পুলিশের অফিসার এসআই এসএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাস্টার, কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আবদুল জলিল, কাজিপুর সাহিত্য পরিষদের সভাপতি সমাজসেবক সাইফুল ইসলাম পলাশী, আনোয়ার হোসেন মাস্টার, ইউপি সদস্য আমিনুল ইসলাম তোতা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top