পলাশবাড়ীতে কাচা চামড়ার ব্যাপক দরপতন!!

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে কাচা চামড়ার ব্যাপক দরপতন!!

আশরাফুল ইসলাম গাইবান্ধা : দেশের উত্তারাঞ্চলের সর্ববৃহৎ কাচা চামড়ার বাজার চামড়া ব্যবসায়িদের মিলন মেলায় রুপ নেয় প্রতি বছর কোরবানী পশুর চামড়া ক্রয় বিক্রয়ে । এ ব্যবসার জন্য কাচা চামড়ার উৎপত্তিস্থান খ্যাত পলাশবাড়ী পৌর শহরের কালিবাড়ী বাজার এলাকায় কাচা চামড়া বাজারে জনতা ব্যাংক মোড়ে চামড়ার ব্যাপক দরপতন শুরু হয়েছে। ঈদের দিন শেষে বিকাল থেকে সাজ সাজ রবে শনিবার সন্ধায় রংপুর বগুড়া মহাসড়কের জনতা ব্যাংক মোড় এলাকায়  সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, একটি পশুর চামড়া সর্বনিম্ন ছোট বা গাভীর চামড়া ১০০ টাকা ও সর্বোচ্চ ৫শ টাকা পর্যন্ত ষাড়ের চামড়া বেচাকেনা হচ্ছে। গ্রাম গঞ্জে পাড়া মহল্লা ঘুরে যারা চামড়া ক্রয় করেন সে সকল ক্ষুদে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা জানান, একটি কাচা চামড়া প্রত্যন্ত অঞ্চল থেকে ৫০০/৬০০ টাকায় ক্রয় করে বাজারে এনে তা বিক্রি করতে হচ্ছে গড়ে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ফলে পাইকারদের কাছে তাদের চামড়া প্রতি লোকশান গুনতে হচ্ছে ২শ থেকে ৫ শ টাকা পর্যন্ত। ফলে এসব শত শত  মৌসুমি চামড়া ব্যবসায়ীকে পথে বসতে হচ্ছে । যারা এই ব্যবসাকে ঘিরে অপেক্ষায় থাকেন পুরো বছর, সেই ব্যবসায়ীরা  এখন পুঁজি হারানোর ভয়ে অল্প কিছু লোকসানে কাচা চামড়া গুলো স্থানীয় ব্যবসায়িদের নিকট বিক্রি করছেন। কাচা চামড়া পাইকার পৌর এলাকার মাহামুদ হাসান জানান, আল্লাহর উপর ভরসা রেখে চামড়া কিনছি। ট্যানারী শিল্প ও সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ন্যায্য মুল্য দিয়ে সহযোগিতা করে তবেই এই লোকসান পুষিয়ে ওঠা সম্ভব তবে। নয়তো এসব পাইকারদের ও পথে বসতে হবে!


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top