
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের তিনদিন পর আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া এলাকার খাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইয়ুব আলী ওই এলাকার মৃত.সুরুজ্জামান ওরফে টুংরা মিয়ার ছেলে।
মৃত আইয়ুব আলীর ছেলে ছামিউল হক জানান, তারা ৪ ভাই ২ বোন। তার বাবা কৃষি কাজ করে সংসার চালান। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের ওসি তদন্ত বন্দে আলী মিয়া জানান, গত তিনদিন আগে বন্যার পানিতে মাছ শিকার করতে আইয়ুব আলী বাড়ি থেকে বের হয়। এ দীর্ঘ সময়েও ওই ব্যক্তি বাড়ি না ফেরায় স্বজনরা নানা স্থানে খোঁজ খবর নেন। কিন্তু তাকে খুঁজে পেতে বিফল হন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় হুদার বাড়ির পাশে নয়াপাড়া খালের পাশে বন্যার পানিতে আইয়ুবের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। ওসি আরো বলেন, ওই স্থান থেকে একটি টর্চ লাইট ও বিড়ি পাওয়া গেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।