
জামালপুর সংবাদদাতা: জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌর প্রশাসন, বঙ্গমাতার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে এবং জেলা আ’লীগ পৃথক কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসক এনামুল কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আ’লীগের সভাপতি এডভোকেট বাকিবিল্লাহ কর্মসূচির উদ্ধোধন করেন। বিশ^বিদ্যালয়ের ভিসি ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ এবং আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী কর্মসূচির উদ্বোধন করেন।
ওদিকে মেলান্দহে ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে মেলান্দহ উপজেলা প্রশাসন ও স্কাউটস, পৌরসভা এবং আ’লীগ ও অঙ্গ সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইউএনও তামিম আল ইয়ামীন, মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, আ’লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ যৌথভাবে এর নেতৃত্ব দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, হামদ-নাত ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে।
মেলান্দহ উপজেলার সাধুপুর হুমায়ুন কবির ট্যাকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দোয়ার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হুমায়ুুন কবির সোনাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রবীন আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, মহিলা যুবলীগের সভাপতি মালেহা আক্তার মালা, সাবেক পৌর মহিলা কাউন্সিলর মর্জিনা আজাদ, যুবলীগের যুগ্ম সম্পাদক তপন কুমার ধর, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন মাস্টার, হুমায়ুন কবির সোনাহার ট্যাকনিকেল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, ইত্তেফাকের সাংবাদিক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, নার্গিস জিয়াউল হক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। সভায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার শিকারদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন-ছাত্রলীগ নেতা শিপন মিয়া।
একইদিন ঝাউগড়া হাই স্কুলে শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। হাই স্কুলের প্রধান শিক্ষক রকিবুল হাসান কর্মসূচির শুভ উদ্ধোধন করেন। বঙ্গবন্ধু কলেজের কর্মসূচির উদ্ধোধন করেন অধ্যক্ষ ফজলুল হক। এডভান্সমেন্ট সোসাইটির উদ্যোগে ৫০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোসাইটির পরিচালক ডা. আবু বকর সিদ্দিক কর্মসূচির উদ্ধোধন করেন। ঝাউগড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে পৃথক কর্মসূচির উদ্ধোধন করেন আ’লীগ সভাপতি হাসানুজ্জামান মন্টু।
মেলান্দহ ন্যাশনাল পিপুলস পার্টি (এনপিপি)’র উদ্যোগে জাতীয় শোক দিবসে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কেন্দ্রী এনপিপির’ ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ আব্দুর রউফ হীরা ত্রাণ বিতরণের উদ্ধোধন করেন।
এ ছাড়াও দুরমুঠ, কুলিয়া, নাংলা, মাহমুদপুর, নয়ানগর, আদ্রা, চরবানিপাকুরিয়া, ফুলকোচা, ঘোষেরপাড়া, শ্যামপুরসহ বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
বকশীগঞ্জে আওয়ামী প্রজন্ম লীগের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে রিক্সা-ভ্যান বিতরণ করা হয়। কেন্দ্রীয় আ’লীগ নেতা আবু জাফর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জে পৃথক কর্মসূচি পালিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।