শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত

S M Ashraful Azom
0
সারাদেশের ন্যায় শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 
এই উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এ কর্মসূচীতে অংশ নেন উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃ›দ্ব ও সাংবাদিকরা। এদিকে সংসদ সদস্য একেএম ফজলুল হক চানের আহবানে উপজেলার অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সবা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালেম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিরুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃ›দ্ব। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে  আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। সভা ও দোয়া মাহফিলে উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাবৃ›দ্বরা অংশ নেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যাক্তি উদ্যোগেও দিনটি পালনের নানা কর্মসূচী গ্রহণ করেন। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top