
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময়কালে তিনি আগামী নির্বাচনে ধুনট পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল ইসলাম চাঁন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক বাবুল ইসলাম, সাংবাদিক ইমদাদুল হক ইমরান, মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও ছাত্রলীগ নেতা তপু প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।