
আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌর ২নং বিট পরির্দশন ও অফিস কক্ষের উদ্বোধন করেন ও জনসচেতনতা কল্পে আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম। এছাড়াও পেনেল মেয়রের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন তিনি। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা খান মোহাম্মাদ শাহরিয়ার, পেনেল মেয়র মতলুবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ।
পুলিশ সুপার তার বক্তবে বলেন, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর লক্ষে ২০১০ সালে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়। বিট পুলিশিং এর মাধ্যমে সাধারন মানুষ খুব সহজে পুলিশের বিভিন্ন সেবা পাবে। এলাকার মদ, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধে বিট পুলিশিং বিশেষ ভুমিকা রাখবেন বলে উল্লেখ করেন তিনি । শেষে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন পুলিশ সুপার ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।