
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগে যোগ দিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে মারপিট করেছেন বিএনপির সাবেক এক নেতা। একই সাথে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারপিটের শিকার ছাত্রলীগ নেতা বাদী হয়ে আওয়ামী লীগে যোগ দেয়া বিএনাপির সাবেক ওই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার সকালের দিকে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অভিযোগের সত্যতার প্রমান পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের আবু রায়হানের ছেলে আব্দুল ওয়াহাব (৫৫)। তিনি মথুরাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি ছাতিয়ানি বাজারে চা স্টলের পাশে দাড়িয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরণের কটুক্তি করেন। তখন এসব কটুক্তির প্রতিবাদ করেন মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সবুজ ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজনু সেখ।
এসময় ক্ষুব্ধ হয়ে আব্দুল ওয়াহাব ও তার লোকজন ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সবুজ, লুৎফর রহমান লাভলু ও যুবলীগ নেতা মজনু সেখকে মারপিট করে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সবুজ বাদী হয়ে শুক্রবার রাতে আব্দুল ওয়াহাব সহ ৩জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে আব্দুল ওয়াহাব বলেন, কয়েক দিন আগে আমার এক আত্মীয়কে মারপিট করেছিলেন ছাত্রলীগ নেতা সবুজ ও তার লোকজন। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজকে মারধর করেছি। তবে বঙ্গবন্ধু ও প্রধানন্ত্রীকে নিয়ে কোন কটুক্তি করিনি।
ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক বলেন, গত সংসদ নির্বাচনের সময় আব্দুল ওয়াহাব বিএনপি থেকে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগদান করেছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রমান পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।