ধুনট শহরে যে কারণে যানজট

S M Ashraful Azom
0
ধুনট শহরে যে কারণে যানজট


রফিকুল আলম,ধুনট (বগুড়া): শহরে যতটুকু রাস্তা আছে তা ঠিকমত ব্যবহৃত হচ্ছে না, রাস্তার পাশে যেখানে-সেখানে পরিবহন ষ্ট্যান্ড, রাস্তার উপর বসানো ভ্রাম্যমান দোকান, ট্রফিক ব্যবস্থা না থাকা এবং ব্যবহার নেই বাইপাস সড়কের। এসব কারনে বগুড়ার ধুনট শহরে প্রতিনিয়ত যানজটে নাকাল নাগরিক জীবন। আর এসব কারণের পেছনে রয়েছে অব্যবস্থাপনা ও অপরিকল্পনা।

জানা গেছে, ধুনট শহরের প্রতিনিয়ত বড় ধরনের যানজট লেগেই থাকে। আর এই যানজটের অন্যতম প্রধান কারন হলো রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠা পরিবহন স্ট্যান্ড। শহরের জিরো পয়েন্ট, সোনামূখী রোড, ডাক বাংলা রোড ও কাঁচা বাজার মোড়ে রায়েছে পরিবহন ষ্ট্যান্ড। রাস্তার উপরে একটি গাড়ি রেখে যাত্রী তোলা হচ্ছে, বাকীগুলো সিরিয়ালে রাস্তার উপরই দাড়িয়ে থাকে। যত্রতত্র ভাবে রিকসা-ভ্যানের যাত্রী তোলা হয়। 

শহরে নেই ট্রাফিক ব্যবস্থা। ফুটপাতে দোকান সেজে বসেছে ব্যবসায়ীরা। ফলে রাস্তা সংকুচিত হয়ে গেছে। শহরের দক্ষিন ও পশ্চিম পাশে রয়েছে বাইপাস সড়ক। কিন্ত সেই সড়ক কেউ ব্যবহার করছে না। সব ধরনের পরিবহন শহরের ভেতরের সড়ক দিয়েই যাতায়াত করছে। শহরে রাস্তার পাশেই রয়েছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মালামাল লোড-আনলোড করা হয় রাস্তায় দাঁড়ানো গাড়ি থেকে। ফলে প্রতিদিনই রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে নাগরিক জনদূর্ভোগ বেড়েছে। 

শহরের যানজট নিরসনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতি মাসেই সিন্ধান্ত নেওয়া হয়। সিন্ধান্ত গুলো হলো শহরের ভেতর থেকে অবৈধ ষ্টান্ড অপসারণ, ফুটপাতের দোকান উচ্ছেদ, বাইপাস সড়ক ব্যবহারে পরিবহন চালকদের সচেতন করা এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করণ। কিন্ত সিন্ধান্ত গুলো আজো আলোর মুখ দেখেনি। কাগজ কলমেই সীমাবন্ধ উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত। 

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত মালামাল লোড-আনলোড করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। পরিবহনের চালকদের বাইপাস সড়ক ব্যবহারের কথা বার বার বলা হয়। যনজট নিরসনে রাস্তায় লোক নিয়োজিত রাখা হয়েছে। তারপরও কমছে না শহরের যানজট। 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, যানজট নিরসনে আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়হীতা ও সচেতনতার অভাবে সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তারপরও যানজট নিরসনের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top