
শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করায় পৃথক অভিযানে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আতিকুর রহমান।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার গুনাগরি বাজার ও পুকুরিয়ার চাঁদপুর বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গুনাগরি বাজারের শাহ্ আমানত বেকারিকে ২০ হাজার টাকা ও পুকুরিয়া চাঁদপুর বাজারের ঢাকা সুপার কিং বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিভিন্ন দোকানিকে সতর্কও করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৫৩ ধারায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার মু. আতিকুর রহমান। অভিযান পরিচালনাকালে সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সফ্যাক্টর জগৎ লাল পাল, বিএসটিআই'র প্রতিনিধি সহ থানা পুলিশের একটি টিম।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে গুনাগরি বাজারের শাহ্ আমানত বেকারিতে ও চাঁদপুর ঢাকা সুপার কিং বেকারিতে অভিযান চালানো হয়। এই দুই বেকারিতে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুটি বেকারিকেই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।