
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে এক কিশোরকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বুধবার ৫ কিশোরকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আটকৃতরা হলো শহরের গোপালবাড়ি এলাকার গোলাম মাহবুবের ছেলে সিয়াম (১৭), আমিনুল ইসলাম বাবুলের ছেলে শুভ-(১৬), বিল্লাল হোসেনের ছেলে আরমান (১৭), সুজন মিয়ার ছেলে সাজেদুল (১৬) ও সবুজ মিয়ার ছেলে নাহিদ (১৬)।
ভিডিওতে দেখা যায় প্রেমিকাকে মেসেস দেওয়ার অপরাধে এক কিশোরকে ডেকে এনে পুরাতন পৌর ভবনের দোতালায় পাঁচজন কিশোর প্রায় ৪০ মিনিট কমোরের বেল্ট দিয়ে নির্মম ভাবে পেটাতে থাকে। নির্যাতনের শিকার স্থানিয় মাদ্রাসার ছাত্রকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, কোন এক মেয়েকে মেসেস দেয়ার ঘটনায় আটককৃতরা এ ঘটনা ঘটায় বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে। বুধবার আসামীদেরকে আদালতে নেয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।