
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে ৫০০ পিস ইয়াবা, বাংলাদেশি ২হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ আক্তারুজ্জামান (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫ টার দিকে রৌমারী সদর ইউনিয়নের সুতিরপাড় আলমের ব্রীজের পাশে নৌকা দিয়ে বাজারে আসার পথে রৌমারীর (এনএসআই) অফিসের সহকারি পরিচালক মহসিন’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে রৌমারী সদর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। আটক যুবক উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের আলহাজ্ব ইন্তাজল হকের ছেলে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য ও (এনএসআই) পরিচালকসহ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।