
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার আসামী সাজেদুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সাজেদুর রহমান উপজেলার বিলচাপড়ি উত্তরপাড়া গ্রামের জসিম প্রামানিকের ছেলে। সোমবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গৃহবধু রবিবার রাতে নিজের ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে সাজেদুর রহমান রাত ২টার দিকে ঘরের দরজা কেটে ঘরের ভিতর প্রবেশ করে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধুর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন আসার আগেই সাজেদুর রহমান কৌশলে ঘর থেকে সটকে পড়ে।
এ ঘটনায় ওই গৃহবধু বাদি হয়ে সাজেদুর রহমানের বিরুদ্ধে সোমবার সকালে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। পরে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে সাজেদুর রহমানকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
ধুনট থানার এসআই প্রদিপ কুমার বলেন, ধর্ষণের চেষ্টা মামলার আসামী সাজেদুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।