ধুনটে বাঙালির ভাঙনে বিলীনের পথে ২৬ গ্রাম

S M Ashraful Azom
0
ধুনটে বাঙালির ভাঙনে বিলীনের পথে ২৬ গ্রাম


রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার বাঙালি নদীর ভাঙনে তীরবর্তী বসতবাড়ি, আবাদি জমিসহ ২৬টি গ্রাম মানচিত্র থেকে নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে নদীর কূলে বসবাসরত মানুষগুলো ভাঙনের শিকার হলেও এবার তার ব্যতিক্রম ঘটেনি।

এরই মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। ভাঙন শুরু হলেও তা ঠেকাতে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। নদী ভাঙন রোধে কোনো অগ্রিম পদক্ষেপ গ্রহণ না করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নদী পাড়ের হাজারো মানুষ ও জনপ্রতিনিধিরা।

জানা গেছে, উপজেলার উত্তর-পশ্চিম পাশ দিয়ে বহমান বাঙ্গালী নদী। উত্তরের সাতবেকি  গ্রাম থেকে  দক্ষিনে পেচিবাড়ী গ্রাম পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার নদীপথ। নদীর দুই পাশে তীরবর্তী ২৬টি গ্রাম। এ গুলো হলো, সাতবেকি, পিরাপাট, ডেকরাঘাট, ধামাচামা, জয়শিং, নান্দিয়ারপাড়া, বেড়েরবাড়ী, নাংলু, ফরিদপুর, নিমগাছি, বিলচাপড়ি, হেউডনগর, হাসাপোটল, রামনগর, রাঙ্গামাটি, বিলনোতার, ঝাঝর, শৈলমারী, নলডেঙ্গী, বরইতলী, নবীনগর, বথুয়াবাড়ী, বিলকাজুলী, চকধলী, শাকদহ ও পেচিবাড়ী গ্রাম।

এ উপজেলার ২৬টি গ্রামে কমপক্ষে ২২ বছর ধরে বাঙালি নদীতে ভাঙন দেখা দিয়েছে। এরমধ্যে বর্তমানে জয়শিং, নিমগাছি, পেচিবাড়ি, রামনগর, ফরিদপুর গ্রামে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারন করেছে। অব্যাহত নদী ভাঙ্গনে এসব গ্রামের কমপক্ষে ২০০টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনে বদলে যাচ্ছে এলাকার মানচিত্র।  

বর্তমানে বাঙালি নদীর পানি কমতে থাকায় প্রবল স্রোতে ঘর্ণেবর্তের সৃষ্টি হয়ে ভাঙন আগ্রাসী রুপ ধারন করেছে। নদী ভাঙন ধেয়ে আসছে বসতভিটা ও আবাদি জমির দিকে। নদী গ্রাস করছে নতুন নতুন এলাকা, বিলীন হচ্ছে জনপদ, কমে আসছে আবাদী জমি, নিঃস্ব হচ্ছে গ্রামের মানুষ, বদলে যাচ্ছে এ সব মানুষের জীবন জীবিকার ধরন। বার বার নদী ভাংগনের শিকার হয়ে ওই জনপদের মানুষ সব কিছু হারিয়ে নিঃশ্ব হয়ে পড়ছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, বাঙ্গালী নদীর ভাঙনরোধে দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। তবে অল্পদিনের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা হবে।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top