
স্টাফ রিপোর্টার: আসন্ন ঢাকা ৫ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে তার নির্বাচনী গানের সিডি উপহার দেয়া হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের কথা ও সুরে নির্বাচনী গানটি গেয়েছেন বিশিষ্ট কণ্ঠ শিল্পী সুলতানা পারভীন রুমা।
শনিবার বিকেলে কাজী মনিরুল ইসলাম মনুর নির্বাচনি কার্যালয়ে এই সিডিটি হস্তান্তর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম।
এসময়. উপস্থিত ছিলেন শ্যামল কান্তি নাগ, সাগরিকা মন্ডল, রহিমা আক্তার রিনা প্রমূখ। এসময় আ.লীগ মনোনীত প্রার্থী কাজী মরিরুল ইসলাম মনু নির্বাচনী গানের সিডি উপহার দেবার জন্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘“মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব ওরফে বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত এই সংগঠনটি অনেক দূর এগিয়ে যাবে। সুষ্ঠু সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এদেশকে জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে এই সংগঠন সঠিক পথেই এগুচ্ছে। আমি এই সংগঠনের সমৃদ্ধি কামনা করছি। তিনি আরও জানান, ইনশা আল্লাহ নির্বাচিত হলে আমি এই সংগঠনের যেকোন কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো।”
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।