ধুনটে কৃষকের ধানগাছের সাথে শত্রুতা

S M Ashraful Azom
0
ধুনটে কৃষকের ধানগাছের সাথে শত্রুতা


রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পুর্ব শত্রুতার জের ধরে রাতের বেলায় হতদরিদ্র দুই কৃষকের ৫বিঘা জমির কাঁচা ধানগাছ কেটে ক্ষতি করেছে দূর্বৃত্তরা। এতে ওই দুই কৃষকের প্রায় ১লাখ ২০হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরের দিকে ক্ষতিগ্রস্থ দুই কৃষকের পক্ষে নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছে। নজরুল ইসলাম উপজেলা নিত্তিপোতা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিত্তিপোতা গ্রামের নজরুল ইসলাম ও রোস্তম আলী ২০০৭ সাল থেকে ৫ বিঘা সরকারি খাস জমি লীজ নিয়ে চাষাবাদ করে আসছে। বর্তমান মৌসুমে তারা ওই জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন। প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে জমির পরিচর্যা ও পানি সেচ শেষে নজরুল ইসলাম ও রোস্তম আলী বাড়ি ফিরে আসেন।

বৃহস্পতিবার সকালের দিকে ফসলের মাঠে গিয়ে দেখেন ওই জমির সমস্ত ধানগাছ কে বা কারা রাতের বেলায় কেটে নষ্ট করেছে।  এঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক নজরুল বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের শাহীন আলমসহ  ১৬জনের নামে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত নিত্তিপোতা গ্রামের রমজান আলীর ছেলে শাহীন আলম জানান, জমির ধানগাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। ষড়যন্ত্র করে তাদের ফাঁসানোর জন্য মিথ্যা থানায় অভিযোগ দিয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, কৃষকের অভিযোগটি একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top