
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সা¤প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৪ ইউনিয়ন পরিষদের ৮ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
প্যাকেজে প্রতিজনকে সাড়ে ৭ কেজি চাউল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম করে সুজি দেয়া হয়েছিল। গত ২০ আগস্ট ২০২০ ইং সকাল ১০ টায় রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ মাঠে ফুড প্যাকেজ বিতরনের শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে পর্যায়ক্রমে কুড়িগ্রাম সদর, ভুরাঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ি, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর ও রৌমারী উপজেলার মোট ৫৪ ইউনিয়ন পরিষষদে ৮ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরন করা হয়।
ফুড প্যাকেজ বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাফর আলী, সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের সভাপতি, কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা আ'লীগের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও কুড়িগ্রাম পৌর আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোঃ সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক বুলবুল, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।