
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রেড ক্রিসেন্ট সোহাইটি জামালপুর ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার বিকালে বেলগাছা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার কুলকান্দি ও চিনাডুলী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ১হাজার পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রানসামগ্রী প্যাকেট তুলে দেন।
সংক্ষিপ্ত আলোচনায় বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া,বক্তব্য রাখেন। এ সময় অধ্যক্ষ মোস্তফা কামাল,আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।