
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক ১২৬০ জন কৃষকদের মাঝে ধানের চারা, ধানবীজ, মাসকলাই ও সার বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাস্তবায়নে এসব প্রণোদনা বিতরণ করা হয়। পরে সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন (এমপি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার ও আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু ও কৃষি কর্মকর্তাসহ প্রণোদনা তালিকায় উপকারভোগী কৃষকগন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, ভয়াবহ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বর্তমান সরকার কৃষকদের জন্য প্রণোদনার ঘোষনা দিয়েছেন। এরই প্রেক্ষিতে উপজেলার ৬টি ইউনিয়নের ১ হাজার কৃষককে ধানের চারা, ২শত জনকে ৫ কেজি করে মাসকলাই ও ৬০জনকে ৫কেজি করে ধানবীজসহ সার দেওয়া হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।