“সুশিক্ষিতরাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে”

S M Ashraful Azom
0
“সুশিক্ষিতরাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে”


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন,মেধার মূল্যায়ন একমাত্র আওয়ামীলীগ সরকারই করে।আওয়ামীলীগ সরকারের আমলে কোন নিয়োগ বাণিজ্য নেই।মেধা ভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার।নিয়োগ পরীক্ষায় যারা ভালো করছে তারাই বিনা পয়সায় চাকরি পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে।সুশিক্ষিতরাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে।অতিদ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করায় দাতা সংস্থা পিকেএসএফ ও আরডিআরএস বাংলাদেশেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।বঙ্গবন্ধু ফাউন্ডেশন রয়েছে,সেখানে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আবেদন করলে তাদের সহায়তা দেওয়া হয়।শনিবার দুপুরে তার নিজ নির্বাচনী এলাকা রৌমারী উপজেলার উপজেলা পরিষদ হলরুমে অতিদ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফের আর্থিক সহায়তায় ও আরডিআরএসের বাস্তবায়নে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার অতিদরিদ্র পরিবারের ২১জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।কর্ম সহায়ক প্রকল্পের (পিকেএসএফ) ও আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমম্বনয়কারী গৌতম কুমার হালদারের সভাপত্বিতে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ,রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাব্বি বাবু, আঞ্চলিক ম্যানেজার আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম,স্কুল ফিডিং কর্মকর্তা জয়নাল আবেদিন ও মশিউর রহমান প্রমূখ।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top