সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শহিদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
![]() |
বকশীগঞ্জে আম গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু |
গতকাল মঙ্গলবার রাত ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শহিদুল্লাহ শেখ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে।
আচ্চাকান্দি সাবেক ইউপি সদস্য গাজী মো. সহিজল জানান, সোমবার বিকালে তার বাড়ির পাশে একটি আম গাছের ডাল কাটার জন্য গাছে উঠে শহিদুল্লাহ শেখ। এসময় পা পিছলে আম গাছ থেকে মাটিতে পড়ে মারাত্মক আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহিদুল্লাহ। এঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।