জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির কার্যালয়ের আসবাবপত্র লুটপাট করেছে দূর্বৃত্তরা।
![]() |
ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির কার্যালয়ে লুটপাটের অভিযোগ |
৬ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে পৌর এলাকার মার্কাস মসজিদ মোড়সংলগ্ন উন্নয়ন কমিটির কার্যালয়ে এ লুটপাটের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা অফিসের আলমারি, সোফাসেট, ফ্যান, চেয়ার, টেবিল, টিভি ও ফাইলপত্রসহ গুরুত্বপূর্ণ নথি মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি ও সমাজসেবক, ইসলামপুর উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকত হাসান মিঞা বলেন, ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোউন্নয়নে আমি যে উন্নয়নের ডাক দিয়েছি, সেটিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ইসলাসপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা সেচ্ছা সেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জালাল সরকার জানান,এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে, হিংসার বশিভূত হয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে।
এ ব্যাপারে আমরা ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরির অভিযোগ দিয়েছি।
ইসলামপুর নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।