মেলান্দহে ব্যতিক্রমী প্রচারণা

S M Ashraful Azom
0
মেলান্দহে ব্যতিক্রমী প্রচারণা


জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে ব্যতিক্রম প্রচারণা অব্যাহত রেখেছে সাধুপুর গ্রামের শিক্ষানুরাগি হুমায়ুন কবির সোনাহার। 

১১ সেপ্টেম্বর সকাল থেকে সোনাহারের নেতৃত্বে সাধুপুর ও ৫নং চর চরের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি ঘুরে একদল স্বেচ্ছাসেবী এ প্রচারণায় অংশ নেন। সমাজসেবক মজিবর রহমানের সভাপতিত্বে হুমায়ুন কবির সোনাহার এই ভ্রাম্যমান কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন। 

প্রচারণাকালে বাংলাদেশ বেতার ও বিটিভির অনলাইন ক্লাশ অনুসরণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন-মাওলানা আবু বক্কর, হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামাল, নারগিস জিয়াউল হক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সাংবাদিক আব্দুল হাই, আ: সাত্তার প্রমুখ। প্রচারণায় অর্ধ শতাধিক ছাত্র-যুবক অংশ গ্রহণ করেন।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top