করোনায় আক্রান্ত হয়ে ঘাটাইলের বিএনপি নেতা বুলবুল ভূঁইয়ার মৃত্যু

S M Ashraful Azom
0
করোনায় আক্রান্ত হয়ে ঘাটাইলের বিএনপি নেতা বুলবুল ভূঁইয়ার মৃত্যু


সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি নেতা, সাবেক এমপি শওকত আলী ভুইয়ার মেঝ ছেলে মোঃ রফিকুল ইসলাম বুলবুল ভুঁইয়া প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ সোমবার (৭ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এপোলো হাসপাতালে বেলা দুইটার সময় মৃত্যুবরণ করেন।

মরহুমের ছোট ভাই ঘাটাইলের ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।
 
মোঃ রফিকুল ইসলাম বুলবুল ভুঁইয়া ঘাটাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

মরহুমের পারিবার সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে তিনি করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন। সে সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৯ আগস্ট তাকে ঢাকার এপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজকে তার মৃত্যু ঘটে।

আরও জানা যায়, করোনা পজিটিভ হওয়ায় তার ফুসফুসের ব্যপক ক্ষতি সাধিত হয়। গত মাসের শেষের দিকে তার করোনা নমুনা পরিক্ষায় ফলাফল নেগেটিভ আসলেও করোনায় সংগঠিত নানা ক্ষতি তিনি কাটিয়ে উঠতে না পেরে অবশেষে আজকে মৃত্যুর কোলে ঢলে পরলেন।

ঘাটাইলের শহর গোপিনপুর আলিয়া মাদরাসা মাঠে আজ সোমবার রাত ১০ টার সময় তার নামাজে জানাজা অনুষ্ঠিত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার সূত্র নিশ্চিত করেছে।
 
তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা ও উপজেলা বিএনপি শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে জেলা বিএনপি।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top