
ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঘাটাইল উপজেলা কলেজ মোড় চত্ত¡রে ৭৪ পাউন্ড কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্ত¡রে মিলিত হয়। পৌর আওয়ামীলীগের আহবায়ক মো.খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আ.ন.ম বজলুর রহীম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন,কৃষক লীগের আহবায়ক আলমগীর হোসেন বাবু,ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুত সরকার,কমিশনার কবির হোসেন,জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস সাহাদত হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
জন্মদিনের কেক কাটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে তৈরি বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শনী করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।