
কুড়িগ্রাম প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ১৮৭৩টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল ৩৫ হাজার ৭৮৯টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লক্ষ ৯২হাজার ৬১৪জন শিশুকে লাল রঙের এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পক্ষকাল ব্যাপী ক্যাম্পেইনে ইপিআই কেন্দ্র সমূহে আগামি ৪ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে একটি অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উল সিদ্দিকী, সদর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।
অনুষ্টানে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থিাপন করেন প্রোগ্রাম অর্গানাইজার মো: আব্দুল হান্নান। এবারে জেলায় তিনটি পৌরসভাসহ ৯টি উপজেলায় ৪৪৮জন স্বাস্থ্যকর্মী, ২৩৮জন পরিবার পরিকল্পনা কর্মী এবং ২২৮জন সুপারভাইজার কার্যক্রম পরিচালনায় দেকভাল করবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।