স্বাস্থ্য সচেতনতা বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘করোনা বিভ্রান্তি’

S M Ashraful Azom
0
স্বাস্থ্য সচেতনতা বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘করোনা বিভ্রান্তি’


সেবা ডেস্ক: তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মাণ করছেন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘করোনা বিভ্রান্তি’। বুধবার (০৯/০৯/২০২০) রাতে রূপগঞ্জের চিত্রপুরী শ্যুটিং স্পটে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ হয়েছে। 
রাজ্য মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণাধীন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাচ্য পলাশের রচনা ও পরিচালনায় নির্মাণাধীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘করোনা বিভ্রান্তি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন র‌্যাম্প মডেল আঞ্জুমান জেসি, শিমুল খান রাজ, মাসুম ও সাব্বির। 
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘করোনা বিভ্রান্তি’তে দেখা যাবে- বিশ্বব্যাপী ভয়াবহ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ইতালি প্রবাসী বাংলাদেশী তরুণী মাহীরা দেশে ফিরে এসে প্রথমে ঢাকার বাড়িতে ক’দিন অবস্থান করে। ধীরে ধীরে ঢাকাতেও করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় কিছুদিন পরে বাবার পরামর্শে মাহীরা রূপগঞ্জের গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে মাহীরা বুঝতে পারে এদেশের মানুষের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার আসল চিত্র। এ অবস্থার পরিবর্তনে মাহীরা তৎপর হয়ে ওঠে। 
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘করোনা বিভ্রান্তি’ অচিরেই পোস্ট প্রোডাকশনের কাজ শেষে ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল ‘রাজ্য মাল্টিমিডিয়া’তে মুক্তি দেয়া হবে। 
তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ সর্বশেষ গত ফেব্রæয়ারি মাসে চিকিৎসা সেবা নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেন, যা বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউটিউব ভিত্তিক স্মার্ট চ্যানেল ‘প্রাকৃত টিভি’তে গত ৪ এপ্রিল মুক্তি পায়। বর্তমানে প্রাচ্য পলাশের ‘এগিয়ে চলি বিজয়ের চেতনায়’ প্রামাণ্য চলচ্চিত্রের একটি গানের অডিও ‘স্টুডিও স্বপ্ন’তে নির্মাণাধীন রয়েছে। প্রাচ্য পলাশের অপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মডেল ম্যানিয়া’র শ্যুটিং অচিরেই সম্পন্ন হবে। এছাড়া, বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি নাটক, ধারাবাহিক ইত্যাদি নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top