
শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কড়াইকান্দি গ্রামে বিদেশ পাঠানোর নাম করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন, জামাল হোসেন শ্রাবন (৩০) নামের এক ব্যক্তি।
তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। বিদেশ পাঠাবে বলে প্রায় শত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করে আসছেন। এ বিষয়ে রৌমারী থানায় একটি প্রতারনা মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১২৩/১৯ইং ।
দীর্ঘ দিন থেকে এই আদম ব্যবসায়ী পলাতক ছিলেন। অবশেষে ওয়ারেন্টভ‚ক্ত আসামী জামালের অবস্থান সম্পর্কে খোজ পায় পুলিশ। রৌমারী থানার এসআই জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে এএসআই সামছুল আলম ও এএসআই মাহমুদের অভিযানে চাক্তাবাড়ী সুইট মোড় থেকে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ওয়ারেন্টভুক্ত আসামী জামালকে গ্রেপ্তার করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোঃ জামাল হোসেন শ্রাবন ও তার ছোট ভাই মাইদুল ইসলাম এই আদম ব্যবসার সাথে জড়িত। জামাল দীর্ঘদিন মালেশিয়া জহুরবারু নামক এক প্রদেশে থাকতেন।
মালেশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করলে ঠিক সেই মুহ‚র্তেই এই জামাল স্টুডেন্ট ভিসা নামক এক ভিসা দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। স্থানীয়দের অভিযোগ দুই একজনকে বিদেশ পাঠালেও বাকিদের পাঠাতে পারেননি এই জামাল চক্র।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।