
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সমাজসেবা কর্মকর্তা করোনা রোগে আক্রান্ত হয়েছেন। গত ৩১ আগস্ট (সোমবার) করোনা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। দীর্ঘ দিন থেকে তিনি সর্দি,কাশি ও জ্বরে ভোগছিলেন।
হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম এর ২৫ আগস্ট নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গত ৩১ আগস্ট তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।