
উল্লাপাড়া প্রতিনিধি: শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার হরিণচড়া গ্রামের পাশে একটি মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমরান হোসেন (১৬) নামের এক এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরো ১ জন। ইমরান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পাইকোশা গ্রামের আলাউদ্দিনের ছেলে। পুলিশ দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী প্রধান জানান, মোটরসাইকেল সিরাজগঞ্জ রোডের দিকে এবং প্রাইভেট কারটি নাটোরের দিকে যাচ্ছিল। আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।