
সেবা ডেস্ক: ডেঙ্গু, চিকনগুনিয়া ও ম্যালেরিয়া থেকে সুরক্ষার জন্য জামালপুরের সরিষাবাড়ীতে ৫ শতাধিক মাদরাসার শিক্ষার্থীদের মশারি দিলেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ১২ সেপ্টেম্বর বিকেলে শিল্পকলা মিলনায়তনে মারকাজুল হিদায়াহ ফাউন্ডেশনের উদ্যোগে উলামা পরিষদের ব্যবস্থাপনায় এসব বিতরণ করা হয়।
মাদরাসায়ে কুরবানীয়া সমূহ বাংলাদেশের মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হারুন অর রশিদ রুমীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, ঢাকাস্থ জামালপুর উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মারকাযুল হিদায়াহ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি বাকী বিল্লাহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন কওমি ও হাফিজিয়া ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।