রৌমারীর পাটাধোঁয়া শাপলা বিলের জনপ্রিয়তা বাড়ছে

S M Ashraful Azom
0
রৌমারীর পাটাধোঁয়া শাপলা বিলের জনপ্রিয়তা বাড়ছে


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পশ্চিম মাদার টিলা গ্রামের পাটা ধোঁয়া শাপলা বিল এলাকা এখন লাল আর সাদা শাপলার অপরূপ সৌন্দর্যের সমারহ। ভোরের সুর্যের আলোতে ঝলমলে জলতে থাকে সকাল ৮ টা পর্যন্ত। এ বিলের পানিতে লতাপাতা গুল্মে ভরা শত সহ¯্র লাল ও সাদা শাপলা এ যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশি কাঁথা। বর্তমানে পদ্য বিল নামে পরিচিত, ভির জমে প্রতিদিন।

স্থানীয় এলাকাবাসির সুত্রে জানা গেছে, পূর্ব পুরুষরা সকলে মিলে এই বিলে পাট চাষ করতো সেই থেকে পাটা ধোঁয়া বিল নামে রৌমারী উপজেলায় পরিচিতি। তার পর থেকে প্রায় ৫ বছর হলো এ বিলে বর্ষার শেষে পানি নেমে যাওয়ার পর পর ফুটতে শুরু করে শাপলা ফুল। প্রতিবছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে শাপলার মৌসুম। প্রায় ১০ একর জলাভূমির মধ্যে জন্ম নেওয়া লাল,নীল ও সাদা রঙের কোটি কোটি শাপলা। এক নজর দেখার জন্য সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্থ্য পর্যন্ত নানা বয়সের হাজারো মানুষের ভিড় লেগে থাকে। পর্যটকদের ভিরে দিন দিন মুখরিত হচ্ছে এই পাটা ধোঁয়া শাপলা বিলে। শাপলার মাঝে বাংলার চিরন্তন রূপ খুঁজে পাচ্ছে এখানকার মানুষ।

এ বিলে ভ্রমণের জন্য রয়েছে টাকার বিনিময়ে ছোট আকারের নৌকা। সূর্য উদয় ক্ষণে সূর্য রশ্মি পড়া মাত্রই যেন মন পাগল করা এক সৌন্দর্য্যরে লিলাভুমিতে পরিণত হয় পাটা ধোঁয়া শাপলা বিল।

নৌকার মাঝি আমিনুল ইসলাম বলেন, প্রতি বছর একই সময় এই পাটা ধোঁয়া শাপলা বিলে অনেক ফুল ফোটে। আমার নৌকা দিয়ে যারা ঘুরতে আসে তাদের কে ঘিরে নিয়ে বেড়াই। তাতে প্রায় প্রতিদিন ৪ শত থেকে ৫ শত টাকার আয় হয়। আমারো তাদের সাথে  ঘুরতে ভালো লাগে।

উপজেলার যাদুরচর পাটা ধোঁয়া বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা তানভীর আহমেদ সোহেল জানান, সকল কাজের ফাঁকে পরিবার নিয়ে ঘুরতে ভালই লাগল। তবে ফুল কে না ছিরি।
 
ঘুরতে আসা মাহমুদুল হাসান বলেন, এখানে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগল। কয়েক প্রকার ফুল ফটেছে দেখতে অনেক সুন্দর লাগছে।

স্থানীয় এলাকাবাসি ওমর আলী বলেন, আমাদের পূর্ব পুরুষরা এই জমি গুলোতে অনেক পাট চাষ করতো এবং পাট ধুতো কিন্তুু প্রায় পাচঁ বছর থেকে এই পাটা ধোঁয়া বিলে প্রচুর কয়েক জাতের শাপলা ফুল ফোটে। বর্তমানে ভোর থেকে বিকাল পর্যন্ত ভির থাকে মানুষের সমাগমে। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top