
রফিকুল আলম,ধুনট (বগুড়া): গ্রামীন মেঠোপথ। অতিবর্ষণে ভেঙে দ্বিখন্ডিত। হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। জনদূর্ভোগ লাঘবে এগিয়ে আসেনি কেউ। নির্বিকার প্রশাসন কিংবা জনপ্রতিনিধি। কিন্ত পথ তো চলতে হবে? তাই সেখানে সাঁকো তৈরীর সিদ্ধান্ত নেন গ্রামের মানুষ। শুরু হয় সাঁকোর কাজও। স্বেচ্ছাশ্রমে সবাই নেমে পড়েন কাজে। এদের মধ্যে কেউ দিয়েছেন বাঁশ, কেউ দিয়েছেন দড়ি, লোহা, কাঠ, আবার কেউ দিয়েছেন শ্রম। এভাবেই দুই দিন ধরে স্বেচ্ছাশ্রমে তৈরী করা হয়েছে ৪০ ফুট লম্বা বাঁশের সাঁকো। এটি বগুড়ার ধুনট উপজেলার অবহেলীত জনপদ ধেরুয়াহাটি গ্রামে।
মঙ্গলবার সকালে সরেজমিন ধেরুয়াহাটি গ্রামে গিয়ে দেখা যায়, বাঁশের তৈরী সাঁকোর উপর দিয়ে যাতায়াত করছেন গ্রামবাসিসহ পার্শ্ববর্তী এলাকার নানা শ্রেণীপেশার মানুষ। একদিন আগে সাঁকোর কাজ শেষ করে চলাচলের উপযোগী করা হয়েছে। এতে কষ্টেচলার দিন শেষ হয়েছে। গ্রামবাসির মাঝে ফিরে এসেছে স্বস্তি।
জানা গেছে, অতিবর্ষণে ধেরুয়াহাটি গ্রামবাসির চলাচলের একমাত্র মেঠোপথ ভেঙে পড়ে পুকুরের পেটে। সেখানে সৃষ্টি হয় গভীর গর্তের। মেঠোপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কৃষি প্রধান এই গ্রামের মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়। গ্রামবাসি এই সমস্যা সমাধানের পথ খুঁজতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) চলতে থাকে আবেদন-নিবেদন। সংঘবদ্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে যান গ্রামবাসি। কিন্ত গ্রামবাসির মানবিক আবেদনে মন গলেনি জনপ্রতিনিধিদের। সাড়া মেলেনি প্রশাসনের পক্ষ থেকেও। তারপরও মনবল হারায়নি গ্রামের মানুষ। দশে মিলে তৈরী করেছেন সাঁকোটি।
সাঁকো তৈরীর উদ্যোক্তা নুর কুতুবুল, জাকির হোসেন, নান্নু, রুস্তম, মোত্তালিব, ফারুক, জাহাঙ্গীর, রশিদুল, খালেক, ফরিদ ও মেহেদী হাসান বলেন, অনেকের কাছে ঘুরে ঘুরে কোন কাজ হয়নি। তাই নিজেদের স্বেচ্ছাশ্রমে সাঁকো তৈরী করেছি। তবে এখানে এই সমস্যার একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ধেরুয়াহাটি গ্রামের বাসিন্দ জুয়েল সরকার বলেন, রাস্তার ভাঙা স্থানে স্থায়ীভাবে সমাধানের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, পিআইও এবং প্রকৌশলীর সাথে যোগাযোগ করেছি। তারা এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, নিজস্ব কমিউনিটিকে সম্পৃক্ত করে সমস্যা সমাধানের একটি অনন্য উদাহরণ সাঁকো তৈরীর এই কাজটি। ভবিষ্যতে এভাবে গ্রামের ছোটখাট সমস্যা নিজেদের স্বেচ্ছাশ্রমে সমাধান করার পরামর্শও দেন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।