
শিব্বির আহমদ রানা, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ লক্ষাধিক ছাড়িয়ে যাবে বলে জানান ক্ষতিগ্রস্থ মালিকেরা।
গত মঙ্গলবার রাত সাড়ে ২টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের সদর আমিন হাঁটে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সংঘটিত এ অগ্নিকান্ডে কার্তিক পালের মুদির দোকান, নিতাই পালের মুড়ির গোডাউন, রূপন নাথের ফার্নিচারের দোকান, নূরুল আলমের ধানের গোডাউন পুড়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, প্রথমে রুবেল পালের মুদির দোকানে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন মুহূর্তে আশপাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে।
এতে প্রায় ৭ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়।
ক্ষতিগ্রস্থ কার্তিকপাল বলেন, 'এ অগ্নিকান্ডে আমার মুদির দোকানই পুড়েনি বরং আমার স্বপ্ন পুড়ে গেছে। আমার আয় রোজগারের একমাত্র ব্যবস্থা মুদির দোকানটি পুড়ে যাওয়ায় আমি খুবই ক্ষতিগ্রস্থ হয়েছি।'
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব জানান, 'অগ্নিকান্ডের খবর পেয়ে আমার টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে। টিম যাওয়ার আগেই ৫ টি দোকানের সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ারসার্ভিস টিমের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনায় এতে আরো অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার অশংকা থেকে রক্ষা পেয়েছে বলে জানান তিনি।'
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।