
উল্লাপাড়া প্রতিনিধি: রোববার বিকেলে ছেলেদের পিকনিক করাকে কেন্দ্র করে উল্লাপাড়া উপজেলার গোপিনাথপুর বাজারে গোপিনাথপুর গ্রামবাসীর সঙ্গে পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার ছোট সগুনা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মোট ৮জন আহত হয়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় লোকজন জানান, শনিবার পার্শ্ববর্তী ছোট সগুনা গ্রাম থেকে একদল ছেলে উল্লাপাড়ার গোপিনাথপুর বাজারে পিকনিক করতে আসে। এসময় বাজারের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে পরদিন ওই বাজারে ছোট সগুনা গ্রামের লোকজনের সঙ্গে গোপিনাথপুর গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান, খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। উভয় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় গোপিনাথপুর বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।