আশরাফুল ইসলাম গাইবান্ধা :: গোটা মুসলিম জাহানের মুক্তির দিশারী প্রিয় নবী করিম হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশ করে ফান্স কর্তৃক অবমাননার প্রতিবাদে ইমাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে আজ ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিদের অংশ গ্রহনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুরারীপুর মাদ্রাসার মহতামিম মাওঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও ঠুটিয়াপাকুর দারুল উলুম মাদ্রাসার মহতামিম মাওঃ শাহ আলমের পরিচালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা, মাওঃ মশিউর রহমান,তারাবিয়াতু মাওঃ নুরুনব্বী, মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ তাজুল ইসলাম, মাওঃ মাহবুব হক,মাওঃ ফরহাদ হোসাইন,মাওঃ আনাছ সাহেব,মুফতি মাওঃ খলিলুর রহমান, মাওঃআশরাফ সাহেব,মাওঃ আব্দুল্লাহ সাহেবসহ অন্যান্যরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।