
কাজিপুর প্রতিনিধি: জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। সোমবার (১২ অক্টোবর) বেলা তিনটায় তিনি কাজিপুর উপজেলা নির্বাচন অফিসে এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়পত্র গ্রহণ করেন সহকারি রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক। এর আগে জয় কাজিপুর উপজেলা পরিষদের স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারন সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু,মহিরা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সম্পাদক আবু সায়েমসহ দলীয় নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমাদান শেষে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, “ কাজিপুরের জনগণের ভালোবাসার মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা। তিনি মনসুর পরিবারের সন্তান হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। ইনশা আল্লাহ নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জয়ী হয়ে আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।” এসময় জয় আগামী ১২ নভেম্বর নৌকা প্রতীককে জয়যুক্ত করতে নেতাকর্মিদের কাজ করার আহবান জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।