
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে শনিবার দিনব্যাপি ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী সাখাওয়াত হোসেন সনোয়ার।শনিবার রাতে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে।আওয়ামী লীগের প্রার্থী সনোয়ার নৌকা মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন দুই হাজার ৮শ ২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ঘোড়া প্রতীকে পেয়েছেন ২হাজার ৩শ’ ৪৮ ভোট। এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী গোলাম রব্বানী তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২হাজার ৩শ’ ৬ ভোট।শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় যেখানে মোট ভোটার ১৪ হাজার ৪শ ৮৩জন ছিলেন।তম্মধ্যে পুরুষ ৬হাজার ৯শ ১০ এবং মহিলা ভোটার ৭হাজার ৫শ’ ৭৩ জন। উল্লেখ্য,গত বছর ডিসেম্বরে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালালের উদ্দিন মৃত্যুবরণ করলে পদটি শুণ্য ঘোষণা করে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকতা দীপক কুমার দেব শর্মা জানান,দিনব্যাপি এ ইউনিয়নে সুষ্ঠু ভোট গ্রহণ শেষে শনিবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।