লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তৌহিদী জনতা।
শনিবার উপজেলার আশ্রাফুল উলুম মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে স্থানীয় বটতলা চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা ইত্তেফাকুল উলামার সহ সভাপতি মুফতি ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আশ্রাফুল উলুম মাদ্রাসার মোহতামীম মাওলানা আব্দুল খালেক, উপজেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আব্দুল হাই,মাওলানা মিনহাজ উদ্দিন,মাওলানা আক্রামুজ্জামানসহ আরও অনেকেই।
এ সময় উপস্থিতি সকলেই ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সরকারের নিকট দাবী জানান। সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোরের কুশপুত্তলিকা দাহ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।