গাইবান্ধা কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
গাইবান্ধা  কমিউনিটি পুলিশিং ডে ২০২০  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আশরাফুল ইসলাম গাইবান্ধা :: মুজিববর্ষের  মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্যে গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে ২০২০  উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির তত্ত্বাবধানে ৩১ অক্টোবর শনিবার সকালে পুলিশ লাইন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ও  বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।আয়োজক হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এতে গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য সচিব প্রতাপ ঘোষ এর  সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ( বি সার্কেল) ময়নুল হক,পুলিশ ইন-সার্ভিস এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম,প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও পৌর কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি আবু জাফর সাবু,  মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মদক, জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা,জেলা পুজা উদযাপন পরিষদ ও জেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক দীপক কুমার পাল,গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এর সহযোগী অধ্যাপক ফিরোজ খানম,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান,গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোশাররফ হোসেন দুলাল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন- এ,এসআই (নিঃ) আমিনুল ইসলাম।আলোচনা সভার আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান জিইউকের প্রোগ্রাম ম্যানেজার জয়া প্রসাদ।আলোচনা শুরুর আগে পবিত্র কোরআন তেলওয়াত করেন পুলিশ লাইন্স জামে মসজিদ প্রেস ইমাম হামিদুল ইসলাম।  পবিত্র গীতা পাঠ করেন নারী কনষ্টেবল প্রতিমা রানী রায়।

বক্তারা বলেন- কমিউনিটি পুলিশিং সেবা বিস্তার করছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া হবে। কমিউনিটি পুলিশিং মাধ্যমে বর্তমানে গাইবান্ধা জেলায় জুয়া, মাদক অনেকটা বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ কমিউনিটি পুলিশকে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকতে অনুরোধ করা হয়।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top