
শফিকুল ইসলাম: রৌমারীর গয়টাপাড়া সীমান্তে পনচু মিয়া (৩৮) নামের এক চোরাকারবারিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। বুধবার (১৫ অক্টোবর) ভোর রাতে ১০৫৮ পিলার দিয়ে ভারত থেকে কাটাতারের বেড়ার উপর দিয়ে আরকির মাধ্যমে গরু পারাপার করার সময় ভারতের দিয়ারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ বিষয়ে বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বলেন, পতাকা বৈঠকের জন্য বিএসএফ’র নিকট চিঠি পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।