
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ শিকার করায় দুই জেলেকে করাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
যমুনা নদীর সিন্দুরতলী এলাকায় বুধবার সন্ধ্যায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় হালিম শেখ ও ফেরদৌস শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম করাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। মোবাইল কোর্ট পরিচালনা করেন ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড রোকনুজ্জামান। তিনি জানান- মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এ সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৪ অক্টোবর রাত ১২টা থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ শিকার নিষিদ্ধ করে লিফলেট বিতরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।